সফল বাংলাদেশ

সফল বাংলাদেশ: সব সফলতার খবর আলোচনা হোক গর্বের সাথে

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের হার বেড়েছে ১১.৪৮ শতাংশ

NewImageNewImage

 নতুন অর্থবছরের প্রথম মাসে প্রবাসী বাংলাদেশিরা ১শ’ ১৯ কোটি ৩৭ লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা বিদায়ী অর্থবছরের শেষ মাসের চেয়ে ১১.৪৮ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.৫৫ শতাংশ বেশি।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। 

ধারণা করা হচ্ছে, রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা বেশি পরিমাণে ফরেন রেমিটেন্স পাঠিয়েছেন। যাতে দেশে থাকা পরিবার-পরিজনরা সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারেন। 

এছাড়া লন্ডনে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসকে কেন্দ্র করে লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের বাড়তি আয়ের উল্লেখেযোগ্য পরিমাণ রেমিটেন্স দেশে পাঠানোয় এর পরিমাণ বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে। 

এখানে আপনার মন্তব্য রেখে যান »