সফল বাংলাদেশ

সফল বাংলাদেশ: সব সফলতার খবর আলোচনা হোক গর্বের সাথে

টাঙ্গাইলের পোল্ট্রি খামারিদের দিন বদল

চালু করুন মে 15, 2012

NewImage

সুত্র
টাঙ্গাইল দেলদুয়ারের সফল পোল্ট্রি চাষী শাহজাহান মিয়া
এক সময় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বেকার যুবক/যুবতীরা দেলদুয়ারে পোল্ট্রি খামার করেন। তাদের উৎসাহ ও লাভ দেখে অনেক সাধারণ মানুষও পোল্টি খামার গড়ে তোলেন। কিন্তু হঠাৎ বার্ড-ফ্লু, একদিনের বাচ্চার অস্বাভাবিক দাম, খাদ্য, ওষুধপত্র ও অন্যান্য সরঞ্জামাদির দাম বৃদ্ধি এবং ডিম ও মুরগির দাম কমে যাওয়ায় একের পর এক বন্ধ হয়ে যায় সবগুলো খামার। পোল্টি শিল্পের সাথে জড়িত অনেকেই অন্য পেশায় চলে যান। ৫/৭ বছর আগে দেলদুয়ারে প্রায় সহস্রাধিক ব্রয়লার ও লেয়ার খামার ছিল। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে বর্তমানে প্রায় ৩০০ ব্রয়লার ও লেয়ার খামার আছে। আগে যেখানে একদিনের বাচ্চার দাম ছিল ৬০/৭০ টাকা, বর্তমানে একদিনের বাচ্চার দাম ১৮ থেকে ২২ টাকা। আগে ১ হালি ডিমের দাম ছিল ১৬ থেকে ২০ টাকা, বর্তমানে ১ হালি ডিমের দাম ৩০ থেকে ৩২ টাকা। আগে ১ কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ৯০ থেকে ১২০ টাকা, বর্তমানে ১ কেজি মুরগির দাম ১৬০ টাকা। খাবার ও ওষুধের দাম কিছুটা বেড়েছে। তার পরও প্রতিটি খামার এখন লাভজনক অবস্থায় আছে। বর্তমানে পোল্ট্রি শিল্পের লাভজনক অবস্থা দেখে অনেক খামারি তাদের বন্ধ হয়ে যাওয়া খামার আবার চালু করেছেন। সরজমিন দেলদুয়ার সদরের শাহজাহান মিয়ার খামার ও বর্ণী গ্রামের শাহআলম মিয়া, আশোক আলী, সোহেল মিয়া, কালাম মিয়া, রাসেল মিয়া, সুলায়মান মিয়া ও করিম মিয়ার পোল্টি খামার পরিদর্শন করে এবং তাদের সাথে কথা বলে জানা যায়, বাচ্চার দাম কম, ডিমের দাম বেশি হওয়ায় তারা ক্ষতি পুঁষিয়ে লাভজনক অবস্থায় রয়েছেন। দেলদুয়ার সদরে শাহজাহান মিয়ার খামারে প্রায় ৩ সহস্রাধিক লেয়ার মুরগি রয়েছে। বর্ণী গ্রামের শাহআলম মিয়া জানান, তার খামারে ১ হাজার লেয়ার মুরগি রয়েছে। মুরগিগুলোর বয়স ৭ মাস। একদিনের বাচ্চা তিনি ২২ টাকা দরে কিনেছেন। বাচ্চা বড় হয়ে ৫ মাস বয়স থেকেই ডিম দেয়া শুরু করে। একটানা ১৮ মাস পর্যন্ত ডিম দেয়। শাহ আলম মিয়া প্রতিদিন প্রায় ৯৫০টি ডিম পাচ্ছেন। মহাজনরা বাড়ী থেকেই ডিম কিনে নিয়ে যায়। প্রতি হালি ডিম তিনি পাইকারি ৩২ টাকায় বিক্রি করছেন। তার দেখাদেখি আশপাশের প্রায় ১০/১৫টি খামার গড়ে উঠেছে। এ ব্যাপারে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল আহমেদ বলেন, দেলদুয়ারে ব্রয়লার এবং লেয়ার মিলে প্রায় ৩০০ খামার রয়েছে। বার্ড-ফ্লু না থাকায় এবং প্রানিসম্পদ বিভাগ থেকে সার্বিক সহযোগিতা দেয়ায় পোল্টি খামার দিন দিন বেড়েই চলছে। য় দেলদুয়ার, টাঙ্গাইল


মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

%d bloggers like this: