সফল বাংলাদেশ

সফল বাংলাদেশ: সব সফলতার খবর আলোচনা হোক গর্বের সাথে

মা-শিশু মৃত্যুহার কমাতে সফল বাংলাদেশ: বান কি-মুন

মা ও শিশুর মৃত্যুহার কমিয়ে আনতে বাংলাদেশ সাফল্য লাভ করেছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোবারকপুরে কিশোরী ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।সকাল ১০টা ৩৫ মিনিটে জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রী ইউ বান সুন কুলাউড়া পৌছান হেলিকপ্টারে করে। সেখান থেকে তারা মোবারকপুর কমিউনিটি ক্লিনিকে পৌছালে স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাদের স্বাগত জানান।

প্রথমে বাংলাদেশ সরকার ও ইউএনএইচ-এর যৌথ অর্থায়নে পরিচালিত মোবারকপুর কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেন তিনি। এরপর বান কি-মুন মৌলভীবাজারে মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রকল্পের অগ্রগতি নিয়ে উঠান বৈঠকে অংশ নেন। সেখানে গর্ভবতী নারী, হতদরিদ্র মা ও কিশোরীদের সঙ্গে তিনি কথা বলেন।

এছাড়া তিনি সেখানে মেটারনিটি নিওনেটাল হেলথ ইনিশিয়েটিভ (এমএনএইচআই) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বানের সফরে স্থানীয় মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। সারা এলাকা রঙিন ফেস্টুন, পতাকা দিয়ে সাজানো হয়েছে।
মহাসচিবের সফরসূচিকে সফল ও সর্বোচ্চো নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ প্রশাসন, রেব ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কাজ করছে।
উল্লেখ্য, তিন দিনের বাংলাদেশ সফরে গত রোববার ঢাকা পৌছান জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশে এটা তার দ্বিতীয় সফর। এর আগে ২০০৮ সালের নভেম্বরে দুই দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন তিনি।

সুত্র

এখানে আপনার মন্তব্য রেখে যান »